ফের নগ্ন হলেন রক তারকা লেডি গাগা!
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: মার্কিন পপ ও রক তারকা লেডি গাগা ফের নগ্ন হলেন । ফ্যাশন ব্র্যান্ড ভার্সেসের জন্য এবার নিজের সৌন্দর্য্যকে প্রকাশ্য করলেন তিনি। এর আগেও একাধাকবার নগ্ন হয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন গাগা। খবর হাফিংটন পোস্ট’র।
জানা গেছে, ফ্যাশন ব্র্যান্ডটির জন্য তোলা ভিডিওতে লেডি গাগা তার লম্বা সোনালি চুল ব্যবহার করে পোশাকহীন উর্দ্ধাঙ্গ ঢেকে রাখেন। এসময় তার গলা একটি বড় চেনে আবৃত ছিল।
লেডি গাগার বন্ধু ডনাটেলা বলেন, আমাদের নতুন ভার্সেসের ক্যাম্পেইনে আমার বন্ধু লেডি গাগা যোগ দেওয়ায় আমি খুবই সম্মানিত বোধ করছি।
তিনি আরো বলেন, আমি ছবিতে তার সত্যিকার সৌন্দর্য ও আভিজাত্যের জাদুকরি ক্ষমতা তুলে ধরার চেষ্টা করেছি। সে আমার পরিবারের সদস্যের মতো।
ডু হোয়াট ইউ ওয়ান্ট খ্যাত এ গায়িকা বিভিন্ন কার্যকলাপের জন্য বিখ্যাত। এর আগে তিনি গরুর মাংসের তৈরি পোশাক পরে গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন।