আজ কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন
ঢাকা: জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। কিন্তু নিজের মতো করে দিনটি উদযাপন করতে পারছেন না তিনি।
কারণ আজ তার দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে।সকালে আরটিভির ‘তারকালাপ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
দুপুরে আঁখি তার উত্তরার নিজ বাসভবনে দুই মেয়ে স্নেহা ও আরিয়াকে সঙ্গে নিয়ে খাবার খাবেন। সন্ধ্যা পর্যন্ত বাসাতেই থাকবেন তিনি।
এরপর একটি স্টেজ শোতে অংশগ্রহণ করবেন। শো শেষে তার বাসায় ফিরতে রাত ১১টা বেজে যাবে। অর্থাৎ জন্মদিনেও অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে সরব থাকবেন আঁখি ।
ছোট্টবেলায় আঁখি আলমগীর আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এরপর আর তাকে অভিনয়ে পাওয়া যায়নি। বহুবছর পর চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ ছবিতে আঁখি তার নিজের গাওয়া একটি গানের দৃশ্যে অভিনয় করেন।এছাড়া সম্প্রতি ‘মায়ানিগম’ ছবিতে গান গাওয়ার পাশাপাশি এর অতিথি চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত আঁখির ১৭টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।