বিরোধী দল ও মন্ত্রিসভায় থাকবে জাপা : ফিরোজ রশিদ
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) দশম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল থাকবে। পাশাপাশি দলটি মন্ত্রিসভায়ও থাকবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে সংসদীয় দলের বেঠক শেষে ফিরোজ রশিদ সাংবাদিকদের এসব কথা জানান।
ফিরোজ রশিদ জানান, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শুক্রবার সিএমএইচ থেকে এসে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এর আগে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠ করেন। পরে দলটির সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাপা’র সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয় রওশন এরশাদকে।
ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, এই সরকার জাতীয় ঐক্যমতের সরকার। বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নিবেন।
এদিকে, পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেছেন, খুব শিগগিরই চেয়ারম্যান শপথ নিবেন। এবং তখনই গণমাধ্যমকে জানানো হবে। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার মাধ্যমে বর্তমান সংকট সমাধান সম্ভব। এতে জাতীয় পার্টি ভূমিকা রাখবে বলেও জানান তিনি।