অনূর্ধ্ব ১৪ চ্যাম্পিয়নশীপে জয় পেয়েছে বাংলাদেশ
রুহুল আমীন,ঢাকা: আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে লন টেনিস এ্যাসোসিয়েশন অব থাইল্যান্ড এর ব্যবস্থাপনায় ব্যাংককে অবস্থিত এশিয়ান টেনিস সেন্টারে আইটিএফ অনূর্ধ্ব ১৪ এশিয়ান চ্যাম্পিয়নশীপে আজকের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বাংলাদেশ।
প্রতিযোগিতায় বালক এককে কনসুলেশন স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশের হৃদয় হাসান ১-৬, ১-৬ গেমে শ্রীলংকার ডিসানইয়াক নুয়ার্থ এর কাছে এবং বাংলাদেশের নাইমুল ইসলাম অমিও ০-৬, ০-৬ গেমে পাকিস্তানের হুজায়ফা আবদুল রহমানে কাছে পরাজিত হয়।
বালিকা এককে বাংলাদেশের আফরানা ইসলাম প্রিতি ৬-২, ৩-৬, ৬-৩ গেমে প্রতিপক্ষ শ্রীলংকার প্রেরা প্রবাধি কে এবং বাংলাদেশের পপি আক্তার ৬-২, ৬-০ গেমে প্রতিপক্ষ মংগোলিয়ার গানবোল্ড খানসুরেনকে পরাজিত করে।
বালক দ্বৈতে বাংলাদেশের নাইমুল ইসলাম অমিও ও হৃদয় হাসান জুটি ০-৬, ০-৬ গেমে প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার কুসুমো পুত্র ইসওয়ানডারু জুটির বিপক্ষে জয় পায়।