পাকিস্তানে চেকপোস্টে বোমা হামলায় নিহত ২০
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৯ ১:১১:৫৮ অপরাহ্ন
ইসলামাবাদ: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় একটি সামরিক চেকপোস্টে বোমা হামলায় অন্তত ২০ নিরাপত্তারক্ষী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
চানট্ট এলাকার আমনদি গেট ও রাজমাক ক্যাডেট কলেজের কাছে রোববার সকালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর জরুরি বিভাগ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। নিহতরা সেনাবাহিনী এবং ফ্রন্টিয়ার কর্পসের সদস্য।
নিরাপত্তারক্ষীরা পুরো এলাকা ঘিরে রেখেছে। এ বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে। হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও তেহরিক তালেবান পাকিস্তান (টিটিপি) এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি।