প্রেম করছেন শহীদ-সোনাক্ষী!
ঢাকা: আগে থেকেই পরিচয় থাকলেও প্রভু দেবার পরিচালিত ‘আর. রাজকুমার’ ছবিতে কাজ করার সূত্র ধরেই শহীদ কাপুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে সোনাক্ষী সিনহার।
সূত্র জানায়, ছবির প্রচারণার সময় তাদের এ ঘনিষ্ঠতা আরো বেড়েছে। আহমেদাবাদে ছবির প্রচারণার সময় সোনাক্ষীকে একটি শাড়িও উপহার দিয়েছেন শহীদ।
গত বছরের ৫ ডিসেম্বর ‘আর. রাজকুমার’ ছবিটি মুক্তি পায়। ছবির প্রচারণা কাজ শেষ। এখনো নিয়মিত ভাবে বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা যাচ্ছে তাদেররা। গুজব ওঠেছে শহীদ-সোনাক্ষীর বন্ধুত্বের ঘণিষ্ঠতা অনেক বেশি বেড়েছে। মন দেয়া চলছে দুজনের মধ্যে।
আরেকটি সূত্র জানায়, ছবিতে শুটিংয়ের সময় তাদের মধ্যে ঘণিষ্ঠতা বাড়তে থাকে। তারা সেটের বাইরে ও ভেতরে একসঙ্গে সময় কাটিয়েছে।
তারা নিজেরাও উপলব্ধি করেছে তাদের এ সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে থাকায়- এ ব্যাপারে এখনই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া ইচ্ছা নেই তাদের।