মেহেরপুরে নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০২ ১০:৪৬:২৩ পূর্বাহ্ন
মেহেরপুর : মেহেরপুর-২ (গাংনী) আসনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার মধ্য রাতে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বাজারে অবস্থিত এই অফিসটি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন মকবুল হোসেনের কর্মীরা।
তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও মকবুল হোসেনের তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী নাজমুল হুদা বিশ্বাস জানান, ভোটের প্রচারণা শেষ করে তিনি রাত সাড়ে ১০টার দিকে ওই অফিস থেকে বাড়িতে যান। রাতে বাজারের নৈশ প্রহরীরা খবর দেয় ফুটবলের অফিসে আগুন জ্বলছে।
এ সময় নৈশ প্রহরীরা আগুন নিভিয়ে ফেলে। আগুনে অফিসের সামিয়ানাসহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত নির্দিষ্ট করতে বলতে পারেননি মকবুল হোসেনের কর্মীরা।