ঝালকাঠিতে ওর্য়াড কাউন্সিলর বিএনপি নেতাসহ আটক ২
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০২ ১১:৫১:০০ পূর্বাহ্ন
ঝালকাঠি: নাশকতা সৃষ্টির আশংঙ্কায় ঝালকাঠির নলছিটি পৌরসভার ৫নং ওর্য়াড কাউন্সিলর ও শহর বিএনপি সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন তালুকদারকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে শহরতলীর দক্ষিণ মল্লিকপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অপরদিকে একইদিন রাতে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর পায়তারার অভিযোগে জেলার কাঁঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ওর্য়াড বিএনপির সভাপতি মো. সালাম হাওলাদারকে আটক করেছে থানা পুলিশ।
এব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ এজেডএম মাসুদুজামান ও কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ তোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটকের পর বৃহস্পতিবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।