jhonঢাকা: নতুন বছর শুরু হতে না হতেই নতুন জীবন শুরু করলেন বলিউডের ‘হাটথ্রুব’ নায়ক জন আব্রাহাম। তিনি নতুন জীবনের সঙ্গী করেছেন প্রেমিকা প্রিয়া রানচালকে।

বলিউড সূত্রে জানা গেছে, জন আবাহ্রাম নিজে টুইটারে বিয়ের খবর দেয়ার আগে বাইরের কেউ সানাইয়ের শব্দ শুনতে পায়নি। মিডিয়ার ঝামেলা এড়াতেই একদম ঘরোয়া পরিবেশে গোপনেই বিয়েটা সেরেছেন তিনি।

শুক্রবার টুইটারে প্রিয়া রানচালকে ‘প্রিয়া আব্রাহাম’ উল্লেখ করে আব্রাহাম ভক্তদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

২০১০ সালের এপ্রিলে একটি জিমে প্রিয়ার সঙ্গে জনের প্রথম পরিচয় হয়। প্রিয়ার আগে বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে টানা আট বছর প্রেম করেছেন জন।

প্রিয়ার সঙ্গে বিয়ের পরিকল্পনা সম্পর্কে বেশ কিছুদিন আগে জন বলেছিলেন, ‘নীরবে-নিভৃতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাই। যেদিন বিয়ে করব, কেউ জানবে না সেটা।’