বরিশাল: দশম জাতীয় সংসদ বরিশালে নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘলাইন। সকাল দশটায় উজিরপুরের জল্লাইউনিয়নের বিলগাববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘলাইন।

ওই সেন্টারের প্রিসাইডিং অফিসার অনুপম হালদার জানান, সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ওই ভোট কেন্দ্রের সর্বমোট ২২’শ ৭৭ জন ভোটারদের মধ্যে সাড়ে চার’শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সকাল সাড়ে দশটায় কারফা পাবলিক একাডেমীর ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল আমীন বালি জানান, তার কেন্দ্রে মোট ২৩’শ ৬১ জন ভোটারদের মধ্যে প্রায় ৫’শ ভোটার ভোট প্রদান করেছেন।

বেলা এগারোটায় কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বজ্রনাথ মল্লিক জানান, তার ভোট কেন্দ্রের ৩২’শ ৫২জন ভোটারদের মধ্যে সাড়ে ৫’শ ভোটার ভোট প্রদান করেছে। ওই কেন্দ্রে ভোট দিতে এসেছেন শতবর্ষী রাজকুমার মন্ডল, ৯৫ বছরের বৃদ্ধা উর্মিলা মন্ডল। স্থানীয় ইউপি চেয়ারম্যান উর্মিলা রানী বাড়ৈ জানান, তাদের ভোট কেন্দ্রে স্বতঃর্স্ফুত ভাবে নারী ও পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নাশকতার আংশকায় সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের হিজলার মাউনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার পূর্ব ভোঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য ভোট কেন্দ্রে। এদিকে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম।