১৮ দলের ষড়যন্ত্রের ফাঁদে মানুষ পা বাড়ায়নি: ওবায়দুল
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সব ষড়যন্ত্রই দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়েছে। তাদের ষড়যন্ত্রের ফাঁদে দেশের মানুষ পা বাড়ায়নি।সারা দেশে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সারাদেশে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে বলে সাধারণ ভোটারের উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে।
রোববার বেলা পৌনে ১১টায় ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শনিবারের সহিংসতায় একজন প্রিজাইডিং অফিসার নিহত হয়েছে, সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বিচ্ছিন্ন ঘটনা। সব গণতান্ত্রিক দেশে এর চেয়ে বড় ঘটনা ঘটে। আমরা সীমাবদ্ধতার মাঝে নির্বাচন করছি। এখানে দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে, নিহতের শোকাহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে।’
‘ভোটকেন্দ্রে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, আপনারা বলেছিলেন দলীয়ভাবে এর মোকাবেলা করবেন তাহলে কি আপনারা দলীয়ভাবে দুর্বল’- এমন প্রশ্নের জবাবে এ আওয়ামী লীগ নেতা বলেন, কিছু কিছু ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা আমরাও শুনেছি, জেনেছি। আমরা কিছু কিছু যায়গায় সাংগঠনিকভাবে দুর্বল স্বীকার করছি। আমাদের শক্তি জনগণ। আর খালি হাতে সহিংসতা মোকাবেলা করা যায় না।’
তিনি বলেন, ‘আমরা সব পর্যায়ে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে তদারকি করছি। কেউ কোনো সুনির্দিষ্ট অভিযোগ করলে, খতিয়ে দেখবো। যথাযথ পদক্ষেপ নিতে ইসিকে সহায়তা করবো আমরা।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সদস্য একেএম এনামুল হক শামীম, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।