ঝালকাঠিতে এমপি প্রার্থীদের ভোটদান
ঝালকাঠি: দশম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এমপি প্রার্থীরা রবিবার নিজ নিজ ভোটকেন্দ্র ভোট প্রদান করেছে। এবার এমপি পদে এ আসন থেকে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি মনোনীত দুই জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সকাল ৯টায় রাজাপুর উপজেলার কানুদাশকাঠি রেজ্রিষ্ট্রারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ভোট দেন এ আসনে আওয়ামীলীগ মনোনীত বজলুল হক হারুন। পরে সকাল সাড়ে ৯টার দিকে কাঁঠালিয়া তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র ভোট দেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী প্রভাষক নাসির উদ্দিন।
এ আসনের বেশ কিছু কেন্দ্র সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভোটারদের উপস্থিতি অনেক কম লক্ষ করা গেছে। ভোট কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ গেছে।
তবে কেন্দ্রগুলোতে আওয়ামীলীগের নেতাকর্মীদের আনাগোনা থাকলেও জাতীয় পার্টি নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। এছাড়া প্রতিটি কেন্দ্র পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তৎপরতা দেখা গেছে। পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী বিভিন্ন ইউনিট নির্বাচনী এলাকায় টহলরহ আছে