sonomঢাকা: সুইমিং পুলে সোনমের ‘অ্যাডাল্ট’ চুম্বন নিয়ে বলিউডে  তোলপাড় সৃষ্টি হয়েছে। একের পর এক স্ক্যান্ডাল ভর করছে বলিউডে। রণবীর-ক্যাটরিনা, উদয়-নার্গিস, অর্জুন-সুজানের এবার সে তালিকায় নাম লেখালেন সোনম কাপুর।

জানা গেছে, এবার সাংবাদিকের ক্যমেরায় ধরা পড়েছে সোনমের রোমান্সের ছবি। একটি সুইমিং পুলে অনেকটা খোলামেলা ভাবেই প্রেমিককে ‘অ্যাডাল্ট’ চুমু খেয়েছন তিনি।

মজার ব্যাপার হল, রণবীর-ক্যাটরিনা যেটা পারেননি, কিংবা উদয়-নার্গিস যেটা করেননি, তা করে দেখালেন সোনাম। শুধু বিকিনিতেই নয়, সুইমিং পুলে ডুব দিয়ে বয়ফ্রেন্ড করণ বোলানির ঠোঁটে গভীর চুম্বনে ডুব দিলেন অনিল কন্যা।

বছরের শুরুতে ঠিক এভাবেই ধরা দিলেন সোনাম। যাকে বলে হট অ্যান্ড হ্যাপিনিং। গোয়ায় গিয়েছিলেন এক ঝাঁক বন্ধু বান্ধবের সঙ্গে।জনপ্রিয় এক হোটেলের গোটাটাই বুক করে ফেললেন তিনি।

এরপরের খবর হল, সারা রাত ধরে হোটেলেই চলল সোনামের পার্টি। তবে পার্টির বাইরেও নানা রকম মজায় মেতেছিলেন সোনম তার প্রমাণ এই ছবিই।