রুহুর আমীন, ঢাকা: মডেল অভিনেত্রী ঊর্মিলা নতুন বছরের যাত্রা শুরু করলেন দুটি মানসম্পন্ন কাজের মাধ্যমে ।
তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘সোনালী মেঘের ভেলা’য় অভিনয় শুরু করেছেন তিনি। পাশাপাশি একটি বহুজাতিক কোম্পানির ‘সরিষার তেল’র বিজ্ঞাপনেও মডেল হয়েছেন।
এর নির্দেশনা দিচ্ছেন পূজা রোজারিও।এ প্রসঙ্গে ঊর্মিলা বলেন, “অনেকদিন পর নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করলাম। তবে এর মধ্যে অনেক বিজ্ঞাপনেই মডেল হওয়ার প্রস্তাব পেয়েছিলাম।
কিন্তু এর গল্প কিংবা পণ্যের গুণগত মান ভালো না হওয়ায় কাজ করতে রাজি হইনি। তবে এ বিজ্ঞাপনটির থিমটি চমৎকার।
তাছাড়া ‘সোনালী মেঘের ভেলা’য় আমার চরিত্রটিও আকর্ষণীয়। আশা করি, দুটি কাজই সবার ভালো লাগবে।
‘ঊর্মিলা জানান, ধারাবাহিকটি ১২ জানুয়ারি থেকে প্রতি রোববার-বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে।এদিকে ঊর্মিলা অভিনীত ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’ ও ‘যোগাযোগ গোলোযোগ’ বর্তমানে এনটিভিতে প্রচার হচ্ছে।