পেকুয়ায় গলাকেটে যুবককে হত্যা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ৩:২৮:০৫ অপরাহ্ন
কক্সবাজার: একতরফা দশম জাতীয় নির্বাচনের পর বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের দিত্বীয় দিনে পেকুয়ায় জসীম উদ্দীন (২১) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।জসীম টৈটং ইউনিয়নের ভেলেয়ার পাড়ার মাহমুদুল হকের ছেলে।
পুলিশ জানায়, লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ভেলেয়ার পাড়া থেকে লাশটি উদ্ধার করে।
পেকুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকেরবাংলাদেশ২৪ডট কমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।