৯ বছরের ছাত্রকে জোরপূর্বক চুমো দিয়েছেন চেরিল!
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ৮:২২:৩৩ অপরাহ্ন
রুহুল আমীন,ঢাকা: হলিউড গায়িকা চেরিল কল নতুন বছর উদযাপনের সময় ২০ বছরের একটি ছাত্রকে জোরপূর্বক চুমো দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিস্ময়ের ব্যাপার হলো, চেরিল যে ছবিটি প্রকাশ করেছেন তাতে ছেলেটির বয়স ছিল মাত্র নয়।
জোরপূর্বক চুমো দেয়ার অভিযোগ উঠায় চেরিল বলেন, কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করা মিডিয়ার একটা নতুন মাত্রার মূর্খতা। এটা হাস্যকরও।
জানা গেছে, ফুটবলার এশলে কলের স্ত্রী ৩০ বছর বয়সী এই তারকা একটি ক্লাবের নৃত্যমঞ্চে টম জুলিয়াসকে চুমো খেয়েছেন। কিন্তু এ বিষয়টি অস্বীকার করেছেন চেরিল কল