‘ক্লাস সিক্সেই সেক্স শুরু’
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৮ ১২:১৬:৪৭ অপরাহ্ন
ঢাকা : বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট সবদিক থেকেই একটু এগিয়ে। তার বয়স এখন ২০। জানিয়েছেন, তিনি ক্লাস সিক্সেই সেক্স শুরু করেছেন।
কিন্তু, তার মতে এ সম্পর্কগুলো ছিল নিষ্পাপ ও নিরাপদ।করণ জোহরের টক শোতে সম্প্রতি এসব বলেছেন আলিয়া ভাট।
স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট। সামনে আসছে তার মুভি হাইওয়ে।