এবার নগ্ন হবেন আমির!
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৯ ১২:১৫:৪৩ অপরাহ্ন
ঢাকা: ধুম থ্রি দিয়ে বক্সঅফিস মাতিয়েছেন আমির খান। আবারো তিনি খবরের শিরোনাম হতে যাচ্ছেন। তবে এবার আর চমৎকার বাইকের কারসাজিতে নয়।
বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট রাজকুমার হিরানির ‘পিকে’ ছবিতে একটি দৃশ্যের জন্য নগ্ন হয়ে চমকে দিবেন তার ভক্তদের।
ডিএনএ’র খবর অনুযায়ী, ‘পিকে’ ছবিতে এলিয়েনের চরিত্রে অভিনয় করা আমির একটি দৃশ্যের জন্য নগ্ন হয়েছেন। আমির খান তার চলচ্চিত্র জীবনে কোনদিন এমন দৃশ্যে কাজ করেননি। তাই তার এই পদক্ষেপে অবাক হয়েছেন অনেকেই।
পর্দায় গভীর চুমোর দৃশ্যের জন্য জনপ্রিয় আমির খান। তাই বলে কোন দৃশ্যের জন্য নগ্ন হবেন তা অকল্পনীয়। দৃশ্যটির শুটিংয়ের জন্য উৎসুক হয়ে আছেন হিরানি। আমির এই দৃশ্যটি অন্যকাউকে দিয়ে করানোর পক্ষে নন। তিনি নিজেই করতে চান এই কাজটি।