ঢাকা: ফ্যাশন জগতে ক্রমেই চাহিদা বাড়ছে ‘টোয়ালাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের। সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন হাউজ ব্যালেনসিয়েগার পারফিউমের নতুন একটি ব্রান্ডের জন্য নগ্ন হলেন ২৩ বছর বয়সী এই সুন্দরী।
নতুন এই পারফিউম ব্রান্ডটির নাম রোজাবোটানিকা। সম্প্রতি ব্রান্ডটির সর্বশেষ প্রচারের অংশ হিসেবে নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি।
এসময় তার গায়ে আঙ্গুরলতা জড়ানো ছিল।এইসহ দ্বিতীয়বারের মতো ব্রান্ডটির মডেল হলেন তিনি। গত গ্রীষ্মে একই ব্রান্ডের মডেল হয়ে কাজ করেছিলেন রবার্ট প্যাটিনসনের সাবেক এই প্রেমিকা।