তিশা এবার মাদক সম্রাজ্ঞী !
ঢাকা: তিশার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সবাই ভয়ের মধ্যে থাকেন। মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতে গিয়ে সবার কাছে তিশার পরিচিতি গড়ে উঠেছে একজন মাদক সম্রাজ্ঞী হিসেবে।
তবে এটি বাস্তবে নয়। এমনই কাহিনীর একটি নতুন ধারাবাহিক নাটকে সন্ত্রাসী ও মাদক সম্রাজ্ঞী চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী তিশ। ‘বিজলী ইজ কামিং সুন’ নাটকে বিজলী নামের এ চরিত্রে কাজ করেছেন তিনি।
সুমন আনোয়ার এর রচনা ও পরিচালনায় তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ প্রমুখ। নাটকটিতে এমন একটি ভিন্নধর্মী চরিত্রে কাজ করা প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, ভয়, ভালবাসা, আনন্দ সবকিছু এ নাটকে পাওয়া যাবে। অনেক মজা করে শুটিং করেছি নাটকটির।
আমার লুক আয়নায় দেখে আমি নিজেই অবাক। সব মিলিয়ে অনেক উপভোগ করছি। নাটকটিতে দর্শক অন্যরকম এক তিশাকে আবিষ্কার করতে পারবেন। নাটকটি এ মাস থেকেই একুশে টিভিতে প্রচার শুরু হবে বলেনির্মাতা সূত্রে জানা গেছে।