চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলার নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আতাউর রহমান(৩৫), কফিল উদ্দিন (৩৬) ও মোহাম্মদ ফোরকান (২২)। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বড়ঘোনা এলাকায়।
জোরাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মেহেদেী হাসান বাংলামেইলকে জানান, নিহত ৩ মোটরসাইকেল আরোহী কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। রাত দু’টার দিকে নিজামপুর এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন। এসময় মোটরসাইকেলে থাকা ২ জন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করার কিছুক্ষণ পর অপরজনও মারা যান।
তিনি বলেন, ‘গভীর রাতের ঘটনা হওয়ায় তা কীভাবে ঘটেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে ঢাকাগামী কোনো লরি কিংবা কাভার্ডভ্যানের ধাক্কায় তাদের মৃত্যু হতে পারে।
ঘটনার পর ময়না তদন্ত ছাড়াই নিহতদের পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে