রুহুল আমীন,ঢাকা: binduঅন্যরকম গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রূপালী চাঁদের আলো’। শামীম জামানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন অবন্ত। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, বিন্দু, শামীম জামান প্রমুখ।

নাটকে দেখা যাবে রমজান সবসময় নেশায় ডুবে থাকে। স্ত্রী রূপালীর আয়ে সংসার চলে। রূপালী কিভাবে আয় করে সেটা নিয়ে কোনো মাথাব্যাথা নেই তার।

একপর্যায়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে রূপালী। বিশাল বৃত্তবান নুরুল আলমের সঙ্গী হয়ে যায় সে। নুরুল আলমের ফ্ল্যাটেই রাত কাটে। সকালবেলা যখন অনেক টাকা নিয়ে বাড়ি ফিরে স্বামীর হাতে দেয় স্বামী খুব খুশি হয়।

এভাবে প্রতিদিনই রূপালী নুরুল আলমের বাড়িতে যায়। নুরুল আলম তার বাড়ির সব ঘর দেখায়, কিন্তু একটা আটকানো ঘর খুলে দেখায় না।

এদিকে, স্বামী রমজান রূপালীকে নুরুল আলমের কাছে যেতে নিষেধ করলে তাদের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। রূপালীকে মারধর করে রমজান। স্বামীর নির্যাতনের কারণে নুরুল আলমের প্রতি রূপালীর নির্ভরতা আরো বেড়ে যায়। একদিন বিয়ে দিবে বলে রমজান নিজেই রূপালীকে নুরুল আলমের কাছে নিয়ে যায়। নুরুল আলম তাদের দুজনকে সেই বন্ধ ঘরে নিয়ে যায়। উন্মোচিত হয় নতুন এক দরোজা।

উল্লেখ্য, ১০ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।