kalapara_picকলাপাড়া: সারাদেশে সংখ্যালঘুর উপর হামলা নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ, মালামাল লুটপাটের প্রতিবাদে এবং জড়িত জামায়াত-শিবির সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কের মনোহরি পট্টিতে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, কলাপাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভূপেন্দ্র নাথ বিশ্বাস,

কমরেড নাসির তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান, মঞ্জুরুল ইসলাম, যুবলীগ সভাপতি শফিকুল আলম বাবুল, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, উপজেলঅ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শতশত মানুষ অংশগ্রহন করেন। বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের উপর নির্যাতন হামলা বন্ধ করতে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।