বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীর যাত্রা শুরু
এস.এস শোহান; বাগেরহাট: শনিবার সকালে বাগেরহাটের আমলাপাড়া ছোট কবর খানা মোড়ে বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীর নিজস্ব কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর শুভ উদ্ভোধন হয়।
একাডেমীর সভাপতি আলহাজ্জ মাওঃ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপ্যাল, জামি’আ রশিদিয়া গোয়লখালীর প্রিন্সিপাল আলহাজ্জ হযরত হাফেজ মাওঃ আব্দুল আউয়াল,
বিশেষ অথিতি ছিলেন নিউ বসুন্ধরা রিয়েল এসেট (প্রাঃ) লি. এর ব্যবস্থাপনা পরিচাক মোঃ আঃ মান্নান তালুকদার, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ হাফেজ মাওঃ অধ্যক্ষ মোঃ রুহুল আমীন।
মোঃআকতারুজ্জামান উজ্জলের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবিন সাংবাদিক মোশাররফ হোসেন, অধ্যাপক খান সালেহ্ উদ্দিন আহমাদ, মোঃ ইসমাইল মৃধা,
এ্যাড. আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মুফতি মাওঃ রুহুল আমিন, আলহাজ্জ মাওঃ মোঃ শাহজাহান, হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ আল আমিন, এ্যড. মান্নান লীহাজী, এ্যাড. শেখ মোঃ আমির হামজা সহ আরও অনেকে।
এছাড়াও একাডেমীর শিক্ষার্থী, শীক্ষার্থী অবিভাবক, সুধিজন, স্থানীয় সমাজ সেবক, সাংবাদিক, শিক্ষানুরাগী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারধিক লোক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অথিতির বক্তব্যে আলহাজ্জ হযরত হাফেজ মাওঃ আব্দুল আউয়াল বলেন,
বর্তমানে দেশ ও জাতির উন্নতির জন্য সাধারণ ও ইসলামী শিক্ষা ব্যবস্থার সমন্বয় দরকার। আর বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমী তাদের পাঠ্যক্রমে সুনিপুনভাবে শিক্ষার্থীদের উপযোগী করে সাধারণ ও ইসলামী শিক্ষা ব্যবস্থার সমন্বয় করেছে। আগামী দিনে এই প্রতিষ্ঠানের শিক্ষাথীরা দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে বলে আমরা আশা করি।