ঝালকাঠিতে পানিতে ডুবে তরুনীর মৃত্যু
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ৪:৩৮:৫৪ অপরাহ্ন
ঝালকাঠি:ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ বাঘড়ি বাজার এলাকায় রবিবার দুপুরে পানিতে ডুবে এক তরুনীর মৃত্যু হয়েছে। নিহত আখী আক্তার (২৩) রাজাপুর ডিগ্রী কলেজের প্রভাষক আফজাল হোসেনের মেয়ে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের রাসেল জানান, আখি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলেন।
দুপুরে স্বজনদের অজান্তে বাড়ির পাশে পুকুরে গেলে সে পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালের পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়।