বরিশালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ৮:৪৮:৩৫ অপরাহ্ন
বরিশাল ব্যুরো: বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ নগরীর ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শেখ সুজন মাহমুদকে রিভলবারসহ আটক করেছেন । রোববার রাত সোয়া ৭টার দিকে তাকে নগরীর দপ্তরখানা এলাকা থেকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আহসান কবির আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ অস্ত্র নিয়ে তার বাসার পাশে অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালিয়ে আটক করা হয়।
পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার উদ্ধার করা হয়। এসময় তার ছোট ভাই ডিবি পুলিশের সঙ্গে অসদচারণ করায় তাকেও আটক করা হয়। এঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।