কলাপাড়া:পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আন্ধার মানিক নদী থেকে এক অজ্ঞাত (৪০) মহিলার নগ্ন বিকৃত লাশ মঙ্গলবার দুপুরে পুলিশ উদ্ধার করেছে।
লাশটি কলাপাড়া ফেরিঘাট সংলগ্ন নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। হতভাগির নাকে, কানে ও এক হাতে অলংকার রয়েছে। কলাপাড়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, লাশটির ময়না তদন্তের পদক্ষেপ নেয়া হয়েছে।
বিভিন্ন থানায় খবর দেয়া হয়েছে। পরিচয় জানা গেলে হত্যা না অন্য কিছু বলা যাবে।অপরদকিে তেতুল গাছ থেকে নিচে পড়ে মারা গছে চতুর্থ শ্রেণীর ছাত্রী চাঁদনি (১১)।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে মঙ্গলবার সকালে বিয়োগান্তক ঘটনাটি ঘটে। চাঁদনির বাবার নাম স্বপন তালুকদার। চাঁদনি চারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় গ্রামে শোকাবহ অবস্থা বিরাজ করছে।