এরশাদকে ছাড়া স্মৃতিসৌধে গেলেন রওশন!
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুশাইন মোহাম্মদ এরশাদকে ছাড়া জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার দুপুর ১টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার সেখানে যাননি।
এর আগে দুপুর ১২টায় সংসদ থেকে সাভার স্মৃতিসৌধের উদ্দেশে তারা রওনা দেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ গুলশানে রওশন এরশাদের বাসার নিচে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
তবে এরশাদ স্মৃতিসৌধে কেন গেলেন না তার কোনো উত্তর পাওয়া যায়নি। গুঞ্জন উঠেছে, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের কারণেই মূলত এরশাদ স্মৃতিসৌধে যাননি।