রুহুল আমীন,ঢাকা: বলিউড অভিনেত্রী সোহা আলী খান এবার মা শর্মিলা ঠাকুরের পথ অনুসরণ করে বিকিনি পরে পর্দায় আসছেন।
উদ্দেশ্য শরীর দেখিয়ে দর্শক জনপ্রিয়তা ফিরে পাওয়া।১৯৬৭ সালে ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে বিকিনি পরে সাড়া ফেলেছিলেন শর্মিলা ঠাকুর।
জানা গেছে, সোহার পরবর্তী ছবি মি. জো বি কারভালহো। তার ভাবী কারিনা কাপুরও দুটি ছবিতে বিকিনি পরেছিলেন।
আজ তিনি বলিউডের হিট নায়িকা। তাই অনেকই মনে করছেন, বিকিনি পরে গরম শরীর দেখিয়ে সোহা হিটের তালিকায় আসতে চাচ্ছেন। কিন্তু শরীর দেখিয়ে তার এমন খায়েশ পূরণ হবে কি না তা দর্শকরাই বলে দেবেন।
আগামী ছবিতে সোহা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া ক্যাবারেট ড্যান্সারসহ বৈচিত্রময় চরিত্রেও নাকি তাকে দেখা যাবে।বলিউডের বাজারে হিটের তালিকায় না আসা এ নায়িকা বিভিন্নভাবেই নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন।
কিন্তু কপালে শিকে ছেঁড়েনি। এবার দেখা যাক শরীর দেখিয়ে দর্শকের মন জয় করতে পারেন কি না।বলিউডে বিকিনি পরে শরীর দেখানো মামুলি ব্যাপার হলেও এতকাল কোনো ছবিতেই বিকিনি পরেননি সোহা।