ঢাকা: বিয়ের পর স্ত্রীরা গর্ভবতী হয়-প্রাকৃতিকভাবে সেটাই স্বাভাবিক। কিন্তু বিদ্যা বালানের ক্ষেত্রে ঘটল একটু ব্যাতিক্রমি ঘটনা। এক্ষেত্রে স্ত্রী বিদ্যা বালানের পাশাপাশি স্বামী ফারহান আক্তারেরও উদর ফুলে উঠবে তা হয়তো ভাবেননি কেউ।
কিন্তু সেটিই দেখা গেলো প্রথম বারের মতো জুটি বাঁধা বিদ্যা ও ফারহান অভিনীত ‘শাদি কি সাইড এফেক্ট’ ছবির নতুন পোস্টারে। সাকেত চৌধুরীর পরিচালনায় এ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান ও বিদ্যা।
এই ছবির আরেকটি নব্য আকর্ষণ হলো ফারহান আক্তারের নাগিন ড্যান্স। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখের লুঙ্গি ড্যান্সের পর ‘আর রাজকুমার’ ছবিতে শহীদের গামছা ড্যান্সও দেখেছেন দর্শক।
কিন্তু এবার ফারহান সবাইকে দেখালেন নাগিন ড্যান্স। ইতোমধ্যেই ‘হ্যারি ইজ নট ব্রহ্মচারী’ গানটি মুক্তি দিয়েছেন পরিচালক সাকেত চৌধুরী। আগামী ২৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।