বেনাপোল হুন্ডির টাকা সহ আটক ৩
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৯ ৭:০১:০৫ অপরাহ্ন
বেনাপোল: বেনাপোল -যশোর সড়কে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রোববার দুপুরে ১ কোটি ১৬ লাখ টাকা সহ ৩ জন হুন্ডী ব্যবসায়ীকে আটক করেছে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল মতিউর রহমান জানান, ভারত থেকে কিছু হুন্ডি ব্যবসায়ী কয়েক কোটি টাকা নিয়ে যশোরে যাচ্ছে।
এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল -যশোর সড়কে অভিযান চালিয়ে ১ কোট ১৬ লাখ টাকা সহ ৩ হুন্ডি ব্যবসায়ী কে আটক করা হয়।
আটক হুন্ডি ব্যবসায়ীরা হচ্ছে, রহিমা মিয়া (৩৫) কামরুজ্জামান (২৬) ও মেহের আলী (৩১) । আটককৃতদের বাড়ি শার্শা উপজেলার বাগআচড়া বাজারে। এ ব্যপারে থানায় মামলা হয়েছে ।