দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল ১০ কোম্পানি। একদিকে বিনিয়োগকারীদের আগ্রহে রয়েছে, অন্যদিকে সামনে জুন ক্লোজিং কোম্পানির ডিভিডেন্ড ঘনিয়ে আসায় আগ্রহ বাড়ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৫ লাখ ৭৯ হাজার ২৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। কোম্পানিটির ১৫ লাখ ৪৭ হাজার ৬১৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৮৬ হাজার টাকা। ইস্টার্ন ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৮৬ লাখ ৯৪ হাজার ৫৬৫ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ১ লাখ ৭১ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে ড্রাগন সুয়েটার। কোম্পানিটির ২ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৯৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকা।

নিউ লাইন ক্লোথিংস তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ১ কোটি ৮৪ লাখ ৬১ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৯০ লাখ ৪৮ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নূরানী ডায়িং, মুন্নু সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও বিবিএস কেবলস।