দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫০৭ বারে ৮ লাখ ২৮ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করেছে।

যার বাজার মূল্য ৯ কোটি ৭২ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৩১১ বারে ৪ লাখ ৮২ হাজার ২৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ১৮৭ বারে ৪ হাজার ৬৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৭.২৫ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.১৯ শতাংশ, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৬ শতাংশ, আইটিসির ৬.১৪ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৫৮ শতাংশ ও প্রিমিয়ার সিমেন্টের ৪.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।