দেশ প্রতিক্ষণ, ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ট্রাস্টি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আজ রবিবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত ৩০ জুন, ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৮৯ পয়সা। ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্যেও (এনএভিপিইউ)। ফান্ডটির এনএভি বেড়েছে১২ শতাংশ।

উল্লেখ্য, শুরু থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত ফান্ডটির এনএভি বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। গত ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়।