দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)গত অর্থবছরে (২০১৮-১৯)বাজার মধ্যস্থতাকারী (তালিকাভুক্ত কোম্পানি ছাড়া) প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত বিনিয়োগকারীদের অভিযোগের ৭৮ দশমিক ২১ শতাংশ নিষ্পত্তি করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার বিএসইসির ৬৫৫তম সভায় এ তথ্য জানানো হয়। সূত্র মতে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষন করা বিএসইসির গুরুত্বপূর্ণ কাজ এবং তাদের অভিযোগ নিষ্পত্তিকে গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কমিশন ২০১৮-১৯ অর্থবছরে বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত  নিষ্পত্তির জন্য বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

যার ফলে ওই অর্থবছরে বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তির হার ৭৮ দশমিক ২১ শতাংশ। তবে নিষ্পত্তির জন্য এনফোর্সমেন্ট বিভাগে চলমান অভিযোগগুলোকে বিবেচনায় নিলে এ হার ৯২ দশমিক ৭ শতাংশ।