দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের দর পতনের নেপথ্যে রয়েছে ছয় খাতের শেয়ার। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অধিকাংশ খাতে শেয়ার দরে পতন হয়েছে। তবে প্রধান ৬ খাতের শেয়ারে বড় ভরাডুবি হয়েছে। খাতগুলো হলো- আর্থিক, খাদ্য ও আনুষঙ্গিক, প্রকৌশল, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিবিধ খাত।

খাদ্য ও আনুষঙ্গিক খাত: খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৮টির বা ৯০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২ টির বা ১০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে লাভেলো আইসক্রীমের ৪.৫২ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৭৫ শতাংশ, মেঘনা পেটের ৩.৪৮ শতাংশ, এপেক্স ফুডসের ৩.১৫ শতাংশ, এএমসিএল প্রাণের ২.৭৯ শতাংশ।

আর্থিক খাত: আর্থিক খাতের ২২টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৯টির বা ৮৬.৩৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ৪.৫৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে জিএসপি ফাইন্যান্সের ৪.৪১ শতাংশ, আসিবির ৪.২৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.৯৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.৮৪ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩.৪৮ শতাংশ, বিআইএফসির ২.৮৫ শতাংশ।

প্রকৌশল খাত: প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩৬টির বা ৮৫.৭১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৫টির বা ১১.৯০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ২.৩৮ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে বিডি ল্যাম্পসের ৪.১৩ শতাংশ, বিডি অটোকারের ৩.৬৮ শতাংশ, বিএসআরএম স্টিলের ৩.৫৯ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৩.৫৮ শতাংশ, আজিজ পাইপসের ৩.৩৯ শতাংশ।

বস্ত্র খাত: বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ৪৭টির বা ৮১.০৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৯ টির বা ১৫.৫২ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৩.৪৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে তমিজউদ্দিন টেক্সটাইলের ৭.৫১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৬.৫৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৯১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.৮৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.১৬ শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি খাত: বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৮টির বা ৭৮.২৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৫টির বা ২১.৭৪ শতাংশ কোম্পানির। এ থাতে দর বেশি কমেছে বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩.৬০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ২.৯০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২.৭২ শতাংশ, লুবরেপের ২.৪৯ শতাংশ।

বিবিধ খাত: বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে দর কমেছে ৯টির বা ৬৯.২৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৪টির বা ৩০.৭৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৭.৬৯ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে জিকিউ বলপেনের ২.৭৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২.৪২ শতাংশ, সিনোবাংলার ২.৩০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.২৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ২.০৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ১.৪০ শতাংশ, আরামিক লিমিটেডের ১.১২ শতাংশ, শতাংশ।

তাছাড়া আরও যেসব খাতের শেয়ার দর পতন হয়েছে সেগুলো হলো- তথ্যপ্রযুক্তি খাতের ৬৩.৬৪ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ৬৬.৬৭ শতাংশ।এছাড়া, ছোট চার খাতে শতভাগ কোম্পানির দরপতন হয়েছে। খাতগুলো হলো- সিমেন্ট, টেলিকমিউনিকেশন এবং সিরামিক, পাট খাত।