দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১১৫.২১ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসইর ২০ খাতের মধ্যে সব খাতেই শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। তবে ৬ খাতের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যহারে। খাতগুলো হলো- ব্যাংক, আর্থিক, বিমা, তথ্যপ্রযুক্তি, মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ ও জ্বালানি খাত।

ব্যাংক খাত : আজ ব্যাংক খাতে হওয়া ৩২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির বা ৯৬.৮৮ শতাংশ কোম্পানির। দর কমেছে ১টির বা ৩.১৩ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে এবি ব্যাংকের ৯.৯২ শতাংশ, ইসলামি ব্যাংকের ৮.৯১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৬.৩৭ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৬.১১ শতাংশ, এনসিসি ব্যাংকের ৫.৯২ শতাংশ।

আর্থিক খাত : আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ২১টির বা ৯৫.৪৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৪.৫৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে বেলিজিংয়ের ৬.৯৪ শতাংশ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬.১৫ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৬.০৩ শতাংশ, আইপিডিসির ৫.৮৯ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৮৫ শতাংশ।

বিমা খাত : বিমা খাতের ৫১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৪০টির বা ৭৮.৪৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ১০টির বা ১৯.৬০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৩.৯২ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৫.৭৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৪.০৭ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৩৮ শতাংশ।

তথ্য প্রযুক্তি খাত: তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৮টির বা ৭২.৭৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ২টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি বেড়েছে ইনফরমেশন সার্ভিসেসের ৭.৭৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ৭.৪৫ শতাংশ।

মিউচুয়াল ফান্ড খাত : মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে আজ দর বেড়েছে ২৪টির বা ৬৬.৬৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ১১.১১ শতাংশ প্রতিষ্ঠানের। দর অপরিবর্তিত ছিল ৮টির বা ২২.২২ শতাংশ প্রতিষ্ঠানের। এ খাতে দর বেশি বেড়েছে এসইএমএল আবিবেএল শরীয়াহ ফান্ডের ৪.৩০ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৩.৮৬ শতাংশ, আইএফআইস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৩৯ শতাংশ, আইসবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি খাত : এখাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৪টির বা ৬৩.৬৪ শতাংশ কোম্পানির। দর কমেছে ৮ টির বা ৩৬.৩৬ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি বেড়েছে ইজেনারেশনের ৫.২৯ শতাংশ, পাওয়ার গ্রিমের ৪.৭৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩.৮৭ শতাংশ, পদ্মা অয়েলের ৩.১৯ শতাংশ। এছাড়া, ছোট খাতের মধ্যে টেলিকমিউনিকেশন খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে।