দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) জীবন বীমা খাতের শেয়ারে সুবাতাস বইছে। এ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ছে। আজ জীবন বীমা খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে। মুলত দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। ডিএসইতে সূচক বাড়লেও উভয় বাজারে কমেছে লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দাম। এর ফলে নতুন বছরের প্রথম তিনদিন পুঁজিবাজারে সূচক বাড়ল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে ৫২টি। এর মধ্যে ১৩টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ ডিএসইতে লেনদেন হওয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের।

এদিন ডিএসইতে ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৩০ বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৬৩ টাকা ৫০ পয়সা থেকে ৬৯ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে।

অপরদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৮০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির দর ১৩ টাকা ১০ পয়সা থেকে ৮০ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে: রূপালী লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানির দর ৬৩ টাকা ৬০ পয়সা থেকে ৬৯ টাকা ৭০ পয়সায় ওঠানামা করেছে।

প্রগতী লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৯৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানির দর ৯২ টাকা ৪০ পয়সা থেকে ৯৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

সানলাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানির দর ৩৬ টাকা ১০ পয়সা থেকে ৩৮ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৮৭ শতাংশ বেড়ে সর্বশেষ ৭১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানির দর ৬৭ টাকা থেকে ৭২ টাকা ৭০ পয়সায় ওঠানামা করেছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৬.০৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৬০ টাকা ৮০ পয়সা থেকে ৬৫ টাকা ৬০ পয়সায় ওঠানামা করেছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৫.৮৭ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৩৪ টাকা ১০ পয়সা থেকে ৩৬ টাকা ১০ পয়সায় ওঠানামা করেছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৫.২৩ শতাংশ বেড়ে সর্বশেষ ৫০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৪৭ টাকা ৫০ পয়সা থেকে ৫১ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৫.১৭ শতাংশ বেড়ে সর্বশেষ ৮৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৮১ টাকা ৯০ পয়সা থেকে ৮৫ টাকা ৫০ পয়সায় ওঠানামা করেছে।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৪.১৫ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানিটির দর ১০২ টাকা ২০ পয়সা থেকে ২০৮ টাকায় ওঠানামা করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ১.২১ শতাংশ বেড়ে সর্বশেষ ২৩৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানিটির দর ২২০ টাকা থেকে ২৩৮ টাকা ৫০ পয়সায় ওঠানামা করেছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সর দর আগের দিনের তুলনায় এক টাকা ৬০ পয়সা বা ০.৮২ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে কোম্পানিটির দর ১৯৩ টাকা ৬০ পয়সা থেকে ২০২ টাকায় ওঠানামা করেছে।