দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টি “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন” তহবিলের জন্য সংরক্ষিত ৯০ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার একটি চেক হস্তান্তর করেছে। বুধবার (৩১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ধারা ২৩৪(১)(খ) অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী’র কাছে চেকটি হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি৷ চেক হস্তান্তর করেন ডিএসই’র শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া৷

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব আহসান হাবিব, কাজী মামুন, নাদিয়া আফরিন লিজা এবং ডিএসইর শ্রমিক কল্যান ফানডের হিসাব রক্ষক মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠান৷