দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৭ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৮ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: বসুন্ধরা পেপার মিলসের ১৬.৪৫ শতাংশ, খান ব্রাদার্স ওপেন ব্যাগের ১৫.৮৮ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ১৪.৮১ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১৪.৬৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.৯০ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৬৮ শতাংশ।