দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯২ বারে ১ লাখ ১১ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ইনটেকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৭৯ বারে ১৯ লাখ ৮৪ হাজার ৭০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৯৯ বারে ১৮ লাখ ৩২ হাজার ৩২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: রেনাটার ৫.৪১ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৪১ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.১৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ, ন্যাশনাল ফিডের ৪.৭৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৬০ শতাংশ এবং আরএসআরএম স্টিলের ৪.৫২ শতাংশ শেয়ার দর কমেছে।