দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৮৬ বারে ৪২ লাখ ৬০ হাজার ৩২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ।
কোম্পানিটি ৮৪৯ বারে ৩ লাখ ৫৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক৫৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৬ বারে ৩৩ লাখ ৪৫ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: গোল্ডেন সনের ৬.৮৬ শতাংশ, বারাকা পাওয়ারের ৫.৬১ শতাংশ, বিডি থাইয়ের ৫.৪৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৩১ শতাংশ, এশিয়াটিক ল্যাবের ৫.২১ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ ও এনআরবি ব্যাংকের ৪.৫৯ শতাংশ দর বেড়েছে।