দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মুলত গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৬৩.২৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে: এইচ আর টেক্সটাইলের ২৭.৪০ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ২৩.৯৮ শতাংশ, বিকন ফার্মার ১৯.৩১ শতাংশ, বেঙ্গল গ্লাসওয়্যারের ১৯.২৫ শতাংশ,
এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১৮.১৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১৭.৬৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৭.১৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ১৫.৫৫ শতাংশ ও লিগ্যাছি ফুটওয়্যারের ১৩.৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।