দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪০ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: লাভেলো আইসক্রীম ও সেন্ট্রাল ইন্সুরেন্স এবং অগ্নি সিস্টেম। আজ এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকারও বেশি। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের। এদিন কোম্পানিটির ১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্স ৪ কোটি ৮৯ লাখ টাকার এবং ও তৃতীয় স্থানে অগ্নি সিস্টেমসের ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্য কোম্পানিগুলোর মধ্যে: সানলাইফ ইন্সুরেন্স ৩ কোটি ৩ লাখ টাকার এবং এশিয়াটিক ল্যাবরেটিজ ২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।