দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৪.১০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসএমইএলএলইসি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২০ দশমিক ৭২ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৩.৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে রূপালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ইউনিয়ন ক্যাপিটালের ১৯.০৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১৫.৩২ শতাংশ, মেঘনা পেটের ১৪.৯৩ শতাংশ, ড়েশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৪.৪২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১২.৮৭ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মার ১২.১০ শতাংশ দর বেড়েছে।