ঝিনাইদহে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপির মিছিল,পুলিশের বাঁধা
পারভীন আক্তার,ঝিনাইদহ: ঝিনাইদহে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফিরে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট এমএ মজিদ, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা,
সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব রনক, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন বক্তব্য রাখেন।
বক্তারা বিরোধী দলবিহীন প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া জেলার কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলাও মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এদিকে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রিক্সা-ভ্যান চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।