বিএনপি নেতাদের জামিন না মঞ্জুর
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৯ ১২:৩১:১৮ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যাস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ারসহ ৬ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জামিন নাকচ করে দিয়ে তাদের ৭ কার্যদিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিজ্ঞ আদালত।
বিএনপির অন্য শীর্ষ নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।