ভোমরা বন্দরে পেঁয়াজভর্তি ট্রাকে আগুন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১০ ১:৫১:৩০ অপরাহ্ন
সাতক্ষীরা: জামায়াত-শিবিরের কর্মীরা সাতক্ষীরার ভোমরা বন্দরে পেঁয়াজভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভোমরা বন্দরের লস্কর পার্কিংয়ে সামনে এ ঘটনা ঘটে।
ভোমরা বন্দরে কর্মরত শ্রমিকরা জানান, ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজভর্তি একটি ট্রাক রাত সাড়ে ৯টার দিকে বন্দরের লস্কর পার্কিং ইয়ার্ডের সামনে দাঁড়িয়েছিল। এ সময় জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থকরা ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পৌঁছানোর আগেই ট্রাকটির অর্ধেকাংশ পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।