মিষ্টির বাড়িতে আড়াই লক্ষাধিক পর্নো ভিডিও !
রহুল আমীন, ঢাকা: মিষ্টি মুখার্জীর নাম বিনোদন বিশ্বে অতটা চেনাজানা না হলেও আইটেম নাম্বার হিসেবে তিনি খুব একটা অখ্যাতও ছিলেন না। কিন্তু পর্দার নেপথ্যে বাপ-ভাইয়ের এমন কর্মকাণ্ড যে তার খ্যাতিকে ছাড়িয়ে যাবে সেটা হয়তো বোধগম্য ছিল না খোদ মিষ্টির কাছেই। সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ মিষ্টি মুখার্জীর ফ্ল্যাট থেকে উদ্ধার করে আড়াই লক্ষাধিক পর্নোগ্রাফিক সিডি ও ডিভিডির একটি বিশাল ভাণ্ডার।
পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অ্যাপার্টমেন্টটিতে তল্লাশি চালায়। কিন্তু বাড়িটির বেডরুম-লিভিংরুম থেকে শুরু করে রান্নাঘর কিংবা টয়লেটেও যেভাবে যত্রতত্র পর্নোগ্রাফিক ডিভিডির বিশাল সংগ্রহ রাখা ছিল, তাতে মনে হয়েছে কোনো বাড়িতে না বরং একটি ডিভিডি লাইব্রেরিতে তল্লাশি চালানো হচ্ছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, মিষ্টি মুখার্জী এবং বাড়িতে অবস্থানকারী তার বাবা কিংবা ভাই কারও বিরুদ্ধেই কখনও কোনো অভিযোগ আসেনি এমন।
মিষ্টির বাবা ও ভাই বর্তমানে পুলিশি হেফাজতে থাকলেও মিষ্টির পাত্তা নেই। কেউ কেউ ধারণা করছেন বিষয়টি মিষ্টির কারনামা হলেও এখন বিপদের মুখে পরিবারকে ঠেলে দিয়ে নিশ্চিন্ত আত্মগোপনে আছেন তিনি।
তবে যেভাবে পুলিশ তদন্তে মাঠে নেমেছে তাতে খুব বেশি দিন সত্য গোপন থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করছেন অনেকেই।