রাজধানীর মধ্যবাড্ডায় বাসের ধাক্কায় নিহত ১
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৬ ১০:৪২:৪৬ পূর্বাহ্ন
ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডা লিংক রোডে বাসের ধাক্কায় ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাহবুব (৫০)। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে মাস্টাররুলে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার জাঙ্গালিয়ায়। বাড্ডা আদর্শনগর সোহরাব হোসেনের বাসায় ভাড়া থাকতেন তিনি।
মাহবুবের স্ত্রী রহিমা বেগম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাস্তা পরিষ্কার করার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহবুব আহত হন।
আশেপাশের লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।